গবেষণা ও উন্নয়ন বিভাগ

নিউক্লিয়ার মেডিসিন একটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বিশেষ শাখা যেখানে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও অন্যান্য বিষয়ের সূত্রাবলী ও গবেষণালব্ধ বিভিন্ন জ্ঞানের সন্নিবেশ ঘটে থাকে। চিকিৎসা বিজ্ঞানের এই বিশেষায়িত শাখার উন্নয়নের জন্য প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যাবধি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালায়েড সায়েন্সেস এর প্রধান লক্ষ্য হচ্ছে রোগীদের উন্নতর ও আধুনিক সেবা প্রদান ও এক্ষেত্রে গবেষণা ও উন্নয়নের মাধ্যমে নিউক্লিয়ার মেডিসিন Technology-তে বাংলাদেশের মধ্যে নিজেকে “Center of excellence” হিসাবে প্রতিষ্ঠিত করা। এই লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অনুমোদনক্রমে গবেষণা ও উন্নয়ন বিভাগটি গঠিত হয়।

নিনমাস এর চলমান গবেষণা কার্যক্রমের সমন্বয় সাধন করে উক্ত ইনস্টিটিউটের চিকিৎসা সেবার মান আধুনিক ও যুগোপযোগী করাটাই এই বিভাগের প্রধান লক্ষ্য। এই বিভাগের লক্ষ্য এবং উদ্দেশ্য নিম্নরূপঃ

* অত্র ইনস্টিটিউটের নিউক্লিয়ার মেডিসিন কার্যক্রমের উন্নতি ও আধুনিকীকরণ
* ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রমকে গতিশীল ও পরিচালনা করা
* নিউক্লিয়ার মেডিসিন কার্যক্রমের ক্ষেত্রে সমন্বয় সাধন করে নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবার মান বজায় রাখা
* নতুন গবেষণা প্রস্তাবনা তৈরি, দেশী/বিদেশী জার্নালে গবেষণাপত্র প্রকাশনা
* ইনস্টিটিউটের সকল গবেষণা কার্যক্রম সংরক্ষণ করা

এছাড়াও বিভিন্ন বৈজ্ঞানিক কাজে সহযোগিতা করা গবেষণা ও উন্নয়ন বিভাগের দায়িত্ব। রোগ নির্ণয় ও চিকিৎসা সেবার পাশাপাশি নিনমাস এ বিভিন্ন ধরণের গবেষণা কর্মসূচি চালু রয়েছে। এই সমস্ত গবেষণা কর্মসূচি বিভিন্ন সংস্থার প্রকল্পের অধীনে নিয়মিত পরিচালিত হয়ে থাকে, যেমন International Atomic Energy Agency (IAEA) TC (Technical Cooperation), CRP (Coordinated Research Project), RCA (Regional Cooperative Agreement) Project, Ministry of Science & Technology ইত্যাদি।

ইনস্টিটিউটের চলমান গবেষণা ও উন্নয়ন প্রকল্পসমূহঃ

IAEA TC প্রকল্পসমূহঃ
1. IAEA TC Project BGD-6-025 “Improving the Management of Oncological, Cardiovascular and Infectious Diseases, Particularly Tuberculosis”
2. IAEA TC Project BGD2016003 “Improved Cancer Management through Capacity Building in Molecular Imaging and Radiation Oncology” (2018-19)

IAEA RCA প্রকল্পসমূহঃ
1. Optimizing the role of Nuclear Medicine techniques in the diagnosis and clinical management of childhood cancer and inborn diseases (RAS/6/075)
2. Preventing overweight and obesity promoting physical activity among children and adolescents (RAS/6/080)
3. Strengthening the effectiveness and extent of Medical Physics Education and Training (RAS/6/077)
4. Improving Patients care & enhancing Government parties capacity in Nuclear Medicine Programs in RCA Region (RAS 6083)
5. Improving Quality of life of Cancer Patients through Steamline and Emerging Therapeutic Nuclear Medicine Techniques (RAS 6074)
6. Building Capacity with Distance Assisted Training For Nuclear Medicine Professionals (RAS/6/064)

CRP (Coordinated Research Project with IAEA) Project:
1. CRP Project E13043 “Evaluation of multimodality imaging in the assessment and diagnosis of early stage Alzheimer disease with and without comorbidities”
2. CRP Project E15021“FDG PET/CT in the evaluation of Extra-pulmonary Tuberculosis and Response of Therapy”
3. Doctoral CRP Project E2.40.19 “Advances in Medical Imaging Techniques”
4. CRP Project E-12017 “PET-CT in the management of pediatric lymphoma”

MINISTRY OF SCIENCE & TECHNOLOGY Project (Recently finished and ongoing):
1. Government ADP project “Establishment of Positron Emission Tomography Computed Tomography (PET-CT) Technology with Cyclotron facilities”.
2. Government ADP project “Upgrading and strengthening the facilities at National Institute of Nuclear Medicine and Allied Sciences (Former INMU)

ইনস্টিটিউটের আভ্যন্তরীণ গবেষণাসমূহঃ
ইনস্টিটিউট এর উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া যার প্রেক্ষিতে আধুনিকীকরণের মাধ্যমে নিউক্লিয়ার মেডিসিন এ মানসম্মত সেবা প্রদান নিশ্চিত করা হয়। এই উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে মানবসম্পদ উন্নয়ন যা স্নাতকোত্তর কোর্স, ওরিয়েন্টেশন কোর্স, প্রশিক্ষন ও কর্মশালা, যন্ত্রের মান নিয়ন্ত্রণ ও কারিগরী প্রশিক্ষন ইত্যাদির মাধ্যমে নিয়মিতভাবে সম্পন্ন করা হয়।

দেশী/বিদেশী জার্নালে গবেষণা পত্র প্রকাশনাঃ
অত্র ইনস্টিটিউট এর চিকিৎসক ও বিজ্ঞানীবৃন্দ প্রতিবছর তাদের গবেষণা কার্যক্রমসমূহ বিভিন্ন দেশী/বিদেশী জার্নালে প্রকাশ করে থাকেন। এর আলোকে গত দুই বছরে অত্র ইনস্টিটিউট এর চিকিৎসক ও বিজ্ঞানীবৃন্দ প্রায় ৫২ টির মত গবেষণাপত্র বিভিন্ন দেশী/বিদেশী জার্নালে প্রকাশ করেছেন। এছাড়া গত দুই বছরে অত্র ইনষ্টিটিউট এর চিকিৎসক ও বিজ্ঞানীবৃন্দ বিভিন্ন জাতীয়/আন্তর্জাতিক সম্মেলনে প্রায় ৫৬ টির মত গবেষণাপত্র উপস্থাপন করেছেন।